ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৬:৫৮ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহিপাল পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে ঢাকামুখী লেনে পার্ক করা ‘রনি-রানা পরিবহন’-এর একটি বাসে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তেই আগুন বাসের সামনের অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, প্রতিদিনের মতোই রাতে কিছু গাড়ি এখানে পার্ক করা ছিল। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি বাসের ভেতর আগুন জ্বলছে। পরে সবাই মিলে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই, তবে স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বাসের সামনের অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এটি নাশকতা হতে পারে বলে ধারণা করছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। এটি পরিকল্পিত নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

এম

Link copied!