আ.লীগের অস্ত্র মহড়া, সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:০৬ পিএম
আ.লীগের অস্ত্র মহড়া, সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রভাবে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ভোর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গার শুয়াদী পাম্প ও পুখুরিয়া এলাকায় নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। দেশীয় অস্ত্রসহ মিছিল করতে দেখা যায় তাদের।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক ও সকাল সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জানান, এখন মহাসড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহনের চলাচল নির্বিঘ্ন চলছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, শরকি, রামদা, কাটরা, টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর ফলে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।

এম

Link copied!