সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ পাঁচজনের মৃত্যু

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:২২ পিএম
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ পাঁচজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সামনে থাকা একটি ড্রামট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর একের পর এক হতাহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা গেছেন এবং হাসপাতালে মারা গেছেন আরও একজন। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধারকাজ চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এসএইচ 

Link copied!