পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের প্রকাশ্য মিছিল

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৪২ পিএম
পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের প্রকাশ্য মিছিল

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা হঠাৎ এই মিছিল বের করেন। নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী প্রকাশ্যে মিছিলে অংশ নেন। প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে দ্রুতই আলোচনা শুরু হয়।

ঘটনার সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।

শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরদিন সকালে আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা মন্তব্য ও বিশ্লেষণ চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলার সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়কে যাচ্ছিল। আমাদের অফিসার বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ঘটনার পর এলাকায় পরিস্থিতি সাধারণ থাকলেও রাজনৈতিক উত্তাপ রয়ে গেছে।

এসএইচ 

Link copied!