হাসিনারে দেশে এনে ফাঁসি চায় শহীদ জসিমের বাবা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম
হাসিনারে দেশে এনে ফাঁসি চায় শহীদ জসিমের বাবা

ফাইল ছবি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীর দুমকির এক শহীদ পরিবারের সদস্য। গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমের বাবা সোবহান রায় শোনার পর আবেগাপ্লুত হয়ে পড়েন।

পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোবহান মৃত্যুদণ্ডাদেশকে সঠিক বিচার বলে মনে করেন। তিনি জানান, আল্লাহ উচিত বিচার করছে। এহোন হাসিনারে দেশে আইনা শাস্তি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে। বহুদিন অপেক্ষার পর এই রায়ে মনে হচ্ছে ছেলের হত্যার বিচার পেলাম।

স্থানীয়দের মতে, সোবহানের অনুভূতি শুধু একজন পিতার ব্যক্তিগত শোক নয়; জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহত বহু পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।

গত বছর গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারান জসিম। বৈষম্যমুক্ত সমাজ ও ন্যায়বিচারের দাবিতে চলা সেই আন্দোলনে বহু সাধারণ মানুষের মতো তিনিও প্রাণ দেন। দীর্ঘ প্রতীক্ষার পর মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে ঘোষিত রায়কে তাই অনেকেই শোকাহত পরিবারগুলোর জন্য বিচারপ্রাপ্তির মুহূর্ত বলে মনে করছেন।

এসএইচ 

Link copied!