সুগন্ধার তীর প্রতিরক্ষা প্রকল্পে ৬৮০ কোটি টাকার কাজে অনিয়ম ও দূর্নীতি

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১১:১৫ এএম
সুগন্ধার তীর প্রতিরক্ষা প্রকল্পে ৬৮০ কোটি টাকার কাজে অনিয়ম ও দূর্নীতি

ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীর রক্ষা কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। ৬ শত ৮০ কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে ১৩ কিলোমিটার এর বেশি এলাকাজুড়ে প্রকল্পটিতে ব্যাবহার করা হচ্ছে নিন্ম মানের বালু। ব্লক তৈরীতে বালুর অনুপাতে কম সিমেন্ট ও কম ওজনের জিও ব্যাগ। এসব অনিয়মের কারণে ইতোমধ্যে প্রকল্প থেকে একজন এসও কে প্রত্যাহার করা হয়েছে। প্রকল্পের আওতায় ঝুকি পূর্ণ ভাঙ্গন কবলিত জায়গায় জিও ব্যাগ না ফেলা সহ নানা অনিয়মে পুরো কাজের বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। চুক্তি অনুযায়ী কাজ শুরু না করায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কে চিঠি দিয়েছে নির্বাহী প্রকৌশলী। এ অবস্থায় ইতিমধ্যে ১শত কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। 

একনেকের সভায় অনুমোদিত প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৬৮০ কোটি ৩৬ লাখ টাকা। সুগন্ধা নদীর  ভাঙ্গন হতে ঝালকাঠি জেলা সদর ও  নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা ঝালকাঠি সুগন্ধা নদী তীর প্রতিরক্ষা প্রকল্প নামের প্রকল্পটির অয়তন ১৩ দশমিক ২১৫ কিলোমিটার। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে,  শেষ হবে ২০২৭ সালের জুনে। 

ঝালকাঠি সদর উপজেলায় ১৮টি এবং নলছিটি উপজেলায় ১৬টি মোট ৩৪ টি প্যাকেজে এই কাজ হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র ১৭ টি। বাকী প্যাকেজ গুলোর কাজ এখনো শুরু হয়নি। 

প্রোজেক্টে দায়িত্বরত ওয়ার্ক এসিস্ট্যান্ট পংকজ কুমার সরকার জানান ১ দশমিক ৫০ এফএম বালু দেয়ার নিয়ম থাকলেও এখানে গুনগত মান ছিলোনা। ঠিকাদারি প্রতিষ্ঠান এমভিবি এবং এমটি আই (জয়েন্ট বেঞ্জার) এখানে ১ দশমিক ৩৭ এওএম বালু দিয়ে ব্লক তৈরী করতে ছিলো। যার ফলে টাক্সফোর্স এই বালু বাতিল করেছে। এরপর একমাস কাজ করেছিলো। তিনি আরও বলেন ইতোমধ্যে এই প্যাকেজের দায়িত্বেরত এসও তানভীর শাহরিয়ার কে প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গন কবলিত এলাকা চর ভাটারাকান্দার বাসিন্দা জামাল হোসেন অভিযোগ করে বলেন, যেখানে নদীর গভীরতা বেশি সেখানে জিও ব্যাগ ফেলা হয়না। জিও ব্যাগে বালুর পরিমান কম থাকায় ইতোপূর্বে টাক্সফোর্স ৪০০ বস্তা বালু বাতিল করেছে। 

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে তাই সব সাইডে সময়মতো লোক যেতে পারছেনা। 

ঝালকাঠি সুগন্ধা নদী তীর প্রতিরক্ষা প্রকল্পের অনিয়মের সার্বিক বিষয় দৃষ্টি আকর্ষণ করলে এই প্রকল্পের পিডি (প্রোজেক্ট ডিরেক্টর) পার্থ প্রতিম সাহা বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে  জানলাম। নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে বিষয়টি ফয়সালা করতে পারবো।

এম

Link copied!