ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৭:৪২ পিএম
ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন বিশাল এক মোটরসাইক শোডাউন করেছে।

শনিবার (২২ নভেম্বর) জেলা শহরের সালানদর একালা থেকে মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে জেলার নারগুন, দানারহাট, বেগুনবাড়ি, বরখোচাবাড়ি হয়ে আবারো পুরাতন বাস স্ট্যান্ড হয়ে প্রধান সরক দিয়ে ভূল্লি, ১১ মাইল, রুহিয়া, পাটিয়াডাঙ্গী, বিসিক শিল্প নগরী এলাকা হয়ে পুনরায় বাস স্যান্ড গোল চত্বরে এসে শেষ হয়।

এ মিছিলে প্রায় ৭ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন। এসময় দেলাওয়ার হোসেন হাত নেরে জনগণের কাছে ভোট চান। এবং কুশল বিনিময় করেন।

শোডাউন শেষে দেলাওয়ার হোসেন বলেন, আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ঠাকুরগাঁও তৈরি করতে চাই। আমরা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। এবং ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ইপিজেড নির্মাণ, ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণসহ জনগণকে নানান প্রতিশ্রুতি দেন। এসময় তিনি একটি নিরাপদ ঠাকুরগাঁও গড়ার আসা ব্যত্ত করেন জনগণের মাঝে।

এসএইচ 

Link copied!