ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতেই মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
৩৫ বছর বয়সী জাবেদ হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা এবং ফিরোজ আহম্মদের ছেলে। গ্রেপ্তারের আগে গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দেন।
এজাহারে বলা হয়েছে, স্বামী ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে গত আট মাসে একাধিকবার তাকে ধর্ষণ করে জাবেদ। কয়েক দিন আগে গৃহবধূ বাড়িতে না থাকার সুযোগে তার কিশোরী মেয়েকেও ধর্ষণের চেষ্টা করে। পরে ভয়াবহ অভিজ্ঞতার মুখে সাহস করে থানায় মামলা করেন তিনি।
ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, জাবেদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিনি দলের কোনো পদে নেই।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :