চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়জয়কার

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১১:১৮ এএম
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়জয়কার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী    ফোরামের সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে খন্দকার ওহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক এডভোকেট শহিদুল হক ফলাফল ঘোষণা করেন আনুষ্ঠানিক ভাবে। 

শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণের পর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা রাতে। 

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভোটে নির্বাচিতরা হলেন- সভাপতি মারুফ সারোয়ার বাবু, সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন ও মোর্তাযান হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুল ইসলাম ওরফে মানি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আফরুজা আক্তার  ও হারুনর রশিদ, কোষাধ্যক্ষ এম এন এ হেশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন রুমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান। সদস্য পদে নির্বাচিতরা মো. ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, রাগিব আহসান ও শরিফুল ইসলাম।

২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দশটি ভোট বাতিল হয়েছে।

এম

Link copied!