ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনে এবার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ‘শোকজ’ বা ছাড় দেওয়া হবে না। যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর অবস্থান জানান।
ইসি আনোয়ারুল বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে কঠোর হব।
তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ-একটি লেভেল প্লেয়িং ফিল্ড-তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য যা প্রয়োজন, কমিশন তা-ই করবে।
ইসি আনোয়ারুল বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা দরকার হবে, জরিমানা; যেখানে জেল দরকার হবে, সেখানেই জেল। ম্যাজিস্ট্রেটরা সর্বদা প্রস্তুত থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
পিএস
আপনার মতামত লিখুন :