বিএনপি ক্ষমতায় এলে ভরপুর উন্নয়ন হবে: সালাহউদ্দিন

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:০৬ এএম
বিএনপি ক্ষমতায় এলে ভরপুর উন্নয়ন হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এসময় তিনি মাতামুহুরিকে উপজেলায় রুপান্তরিত করা হবে বলেও জানান।

শুক্রবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় চতুর্থ দিনের মত নির্বাচনী প্রচারণা ও পথসভায় চকরিয়া উপজেলার বদরখালীতে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা৷

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। লবনের ন্যায্যমূল্য নিশ্চিত, দেশের সকল নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন তিনি।

এদিন তিনি নিজ নির্বাচনী এলাকার  চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন৷ বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাযায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ৷ এসময় তিনি চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান।

এম

Link copied!