ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে নুরুল ইসলাম নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শফিকুর রহমানের বাবা।
বুধবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশা চালক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নুরুল ইসলাম ভোরে অটোরিকশা নিয়ে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বুড়িপুকুর পাড় এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। তিনি জানান, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :