ভোরের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৪

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৭ পিএম
ভোরের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি, একটি ছুরি ও দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে।

রোববার ১৪ ডিসেম্বর ভোর রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালো দেশীয় অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

এসএইচ 

Link copied!