নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:১১ পিএম
নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি বলছে, গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনাটি ঘটে। শুরুতে পুলিশের কাছে দাবি করা হয়, সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য।

কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজ ১০৯ নম্বর ভবনের নিচতলায়। এটি তার নারীসঙ্গী তন্বীর ভাড়া বাসা। গত দুই মাস ধরে তিনি সেখানে বসবাস করছিলেন। পুলিশের দাবি, রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলে প্রথমে মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগের দিন রাত সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, মোতালেব শিকদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই অন্তর্কোন্দলের জেরেই তাকে গুলি করা হতে পারে বলে পুলিশের ধারণা।

কেএমপির উপকমিশনার তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদক ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে কেএমপি জানিয়েছে, মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত।

মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামের এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী পরিচয় দিতেন এবং তার বাসায় একাধিক পুরুষের যাতায়াত ছিল। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চলতি মাসেই তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। নোটিশের আগেই এই গুলির ঘটনা ঘটে।

এসএইচ 

Link copied!