ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। তাঁর পক্ষে ব্যক্তিগত সহকারী সানাউল্লাহ বুধবার রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়। বিষয়টি সামনে আসার পর বৃহস্পতিবার এলাকায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলেও শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার তৌফিকুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগমের সন্তান এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তাঁর রাজনৈতিক পরিচয় ও পারিবারিক পরিচয় মিলিয়ে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যারিস্টার তৌফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহে কোনো বাধা নেই। সে অনুযায়ী ব্যারিস্টার তৌফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় নেতার এভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের উদ্যোগ ঘিরে আইনগত ও রাজনৈতিক নানা প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই এখন নজর স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টদের।
এসএইচ
আপনার মতামত লিখুন :