জামালপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের মশাল মিছিল

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩৮ এএম
জামালপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের মশাল মিছিল

জামালপুরে নবগঠিত ছাত্রদলের দুইটি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে পদবঞ্চিতরা। এসময় পরপর বিষ্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা শহরের গেইটপাড় এলাকা থেকে একটি মশাল মিছিল শুরু করে বুড়ির দোকান মোড়ে এসে শেষ করে। 

এসময় মিছিল থেকে বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।

বিক্ষুব্ধদের দাবি, নবগঠিত পৌর ছাত্রদলের কমিটিতে ছাত্রত্য নেই এমন অনেক আছে। এছাড়া ত্যাগী নেতাদের বাদ রেখে আওয়ামী লীগের দোষদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে। ছাত্র সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। এই কমিটি গুলো বিলুপ্ত করে নতুন কমিটির দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান,বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক পাবেল মাহমুদ, শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান সহ প্রমুখ।

এরআগে ১৫ ডিসেম্বর কমিটি অনুমোদন করা হয় আর গত ২৪ ডিসেম্বর রাতে ছাত্রদলের পৌর ও সদর পূর্ব কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জামারপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিষয়টি এখনো শুনিনি। আমাদের ডিউটিরত অফিসারকে সেখানে পাঠাচ্ছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এম

Link copied!