ছবি: প্রতিনিধি
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বদলাতে শুরু করেছে। তিন দিন ধরে দিনে ঝলমলে রোদে কিছুটা উষ্ণতা থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
রাতের দিকে তাপমাত্রা কমে গেলেও সূর্য ওঠার পর দিনের বেলায় তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে। ফলে দুপুরে সামান্য উষ্ণতা মিলছে। তবে উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে এ সময়টায়।
পঞ্চগড়ের জালাসী এলাকার বাসিন্দা আরমান বলেন, ভোরে নামাজের জন্য উঠলেই প্রচণ্ড ঠান্ডা লাগে। অজুর পানি বরফের মতো ঠান্ডা, তার ওপর কুয়াশা আর কনকনে শীত থাকেই।
কায়েতপাড়ার রিকশাচালক জাহাঙ্গীর বলেন, সকালে খুব ঠান্ডা থাকে। রাতে ঠান্ডায় রিকশা চালাতে কষ্ট হয়, হাত-পা শক্ত হয়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই। তবে সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :