ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,আমি যখন দেখি, আমার নিজের এলাকার মানুষ বাইরের প্রার্থীর পেছনে ছুটছে তখন বুকের ভেতর কেমন জানি হাহাকার শুরু হয়। আপনাদের মন জয় করতে কোন ভাষায় কথা বলব, তা বুঝে উঠতে পারি না।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন,এই মাটি আমার, এই মানুষ আমার। অথচ যখন দেখি, আমার এলাকার ছেলেরা অন্যদের পোস্টার লাগায়, অন্যদের জন্য দৌড়ায় তখন মনে হয়, আমি কি আপনাদের কাছে ব্যর্থ । বর্তমান ছাত্র রাজনীতি তরুণদের আদর্শিক পথে গড়ে তুলতে পারছে না। বরং অনেক সংগঠন শিক্ষার্থীদের ভুল পথে ঠেলে দিচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয় ভুল সংগঠনে যুক্ত হলে একজন মেধাবী শিক্ষার্থীও ভয়ংকর অপরাধীতে পরিণত হতে পারে। আজকের সহিংসতা, মাদক, চাঁদাবাজির পেছনে রয়েছে আদর্শহীন রাজনীতি।
নিজের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন সাধারণ শিক্ষার্থীও সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা এমন ছাত্র চাই, যারা শুধু স্লোগান দেবে না নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলবে।
ছাত্রদের উদ্দেশে তিনি কঠোর অথচ অভিভাবকের মতো পরামর্শ দেন বলেন, মাগরিবের পর আড্ডা দিয়ে সময় নষ্ট করলে হবে না। টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলা, ইংরেজি ও আরবি এই তিন ভাষায় দক্ষ হতে হবে। পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি করলে ভবিষ্যৎ অন্ধকার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নিজের এলাকার মানুষের ভূমিকা নিয়ে আবারও আবেগ প্রকাশ করেন তিনি বলেন, অন্তত একবার আপনারা নিজেদের এলাকার সন্তানকে সুযোগ দিয়ে দেখুন। আমাকে পরীক্ষা করুন। যদি ব্যর্থ হই, তখন প্রশ্ন করবেন। এই মাটিতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না। প্রশাসনের হাতে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেটাও আমি নিশ্চিত করতে চাই।
এম
আপনার মতামত লিখুন :