ছবি: সংগৃহীত
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয়রা রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে আমাদের খবর দেয়। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। তবে কি ধরনের মাদক জব্দ হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
উপপরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তদন্তে দেখা হচ্ছে, অন্য কেউ তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে কি না।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাহা মাহমুদা পলির সব পদ স্থগিত করা হয়। তার বিরুদ্ধে জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীর ওপর নির্যাতন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :