ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৫৭ পিএম
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও একটি পরিবহনের এক সহকারীসহ মোট ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুরের ঘটকচর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।

নিহতদের মধ্যে সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সী এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটকচর মিল গেট এলাকায় পৌঁছালে বাসটি একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ 
 

Link copied!