বরিশালের হিজলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:০৯ পিএম
বরিশালের হিজলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর তীরে এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ এবং সিআইডি তদন্ত শুরু করেছে, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সোমবার ( ১৯ জানুয়ারী) ভোর রাতে বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ভোর রাতে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় নৌকায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক গৌতম জানান, নিহত যুবকের বয়স ও পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি জেলে নৌকা জব্দ করা হয়েছে। পুলিশ আশা করছে, দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে।

প্রতক্ষ্যদর্শী জেলে জালাল রাঢ়ী বলেন, রাত প্রায় ১২টায় মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলাম। তখন গলাকাটা অবস্থায় এক যুবক বসে ছিল। রক্ত অঝোরে ঝরছিল। দেখে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে, জানি না।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে ওই এলাকায় একটি স্পিডবোটের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে যুবককে আনা হয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এসএইচ 

Link copied!