মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

  • মাগুরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৬, ০৮:৫৫ পিএম
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

মাগুরা: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মাগুরায় ইসলামী আন্দোলন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নোমানী ময়দানে সংগঠনের মাগুরা জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

জেলা নোমানী ময়দানে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মো. মিজানুর রহমান, মো. তাজুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি এইচএম আরাফাত হুসাইন আরজু, মো. বাহার মিয়া, মো. আমানুল্লহ, মো. কুতুব উদ্দিন, মো. জাকির হোসেন, খলিলুর রহমান, কামরান হুসাইন খোকন, মুফতি ইমদাদুল্লহ, আবু হানিফ, মুফতি হাবিবুল্লহ, মাওলানা. শিহাব উদ্দিন, ডা. মো. রবিউল ইসলামসহ অন্যরা।

এ সময় সংগঠনের নেতারা মিয়ানমারে মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে তারা বর্ডার খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবি জানান।

পরে নোমানী ময়দান থেকে একটি মিছিল বের করতে গেলে পুলিশের বাধার মুখে সেগুন বাগিচায় রাস্তার উপরই তারা দোয়ার মাধ্যমে কর্মসূচী শেষ করেন। এ সময় অনেক মুসল্লি কান্নায় ভেঙ্গে পড়েন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!