৮০ ভাগ নারী বিবাহিত জীবনে নির্যাতনের শিকার

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৬, ১১:০২ পিএম
৮০ ভাগ নারী বিবাহিত জীবনে নির্যাতনের শিকার

রাজশাহী: দেশে ৮০ ভাগের বেশি নারী তাদের বিবাহিত জীবনে নিজগৃহের মধ্যে কমপক্ষে একবার নির্যাতনের শিকার হয়ে থাকেন। বিশ্বে যেসব দেশে গৃহাভ্যন্তরীণ সংহিসতা বেশি তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। লাইট হাউজের উদ্যোগে মানবাধিকার বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এ বছরে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘স্ট্যান্ড আপ ফর সামওয়ান’স রাইট টু ডে’ এর উপরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিনিয়র সহকারী জর্জ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সেলিম রেজা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার বসাক, জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা রুবিনা হক, ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন-অর-রশিদ। সেমিনারে লাইট হাউজের কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তরা দেশ তথা বিশ্বের মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরে বলেন, বল প্রয়োগ করে কোনোদিনই মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না। এরজন্য সবার আগে নিজেকে বুঝতে হবে। সবাই যদি একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িতে দেই তাহলেই কেবল মানবাধিকার প্রতিষ্ঠা হতে পারে।

এতে, আইনজীবী, বিভিন্ন এনজিও, হিজড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!