সাত খুন মামলা

তারেক সাঈদের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট গ্রামের মানুষ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৪:০২ পিএম
তারেক সাঈদের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট গ্রামের মানুষ

পিরোজপুর: দেশবাসির বিবেক স্তব্ধকরা বহুল আলোচিত নারায়নগঞ্জের সাত খুন মামলার অন্যতম সাজাপ্রাপ্ত র‌্যাব থেকে বহিষ্কৃত সেনা কর্মকর্তা তারেক সাঈদ। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্রী গ্রামে। রায়ে সারা দেশের মত তার গ্রামের মানুষও সন্তোষ প্রকাশ করেছেন। 

সোমবার (১৬ জানুয়ারী) সকালে অধীর আগ্রহে টেলিভিশনের সামনে রায় শোনার জন্য অপেক্ষা করছিলেন গ্রামের মানুষ। রায় শোনার পর তারা সন্তোষ প্রকাশ করেন। 

এলাকাবাসী জানিয়েছেন, সাবেক সেনা অফিসার মজিবুর রহমানের ছেলে তারেক সাঈদ কখনোই গ্রামে আসতেন না। ফলে এলাকাবাসীর কাছে তারেক সাঈদ অপরিচিত। নারায়নগঞ্জের ঘটনার পরই লোকজন তাকে চিনতে পারেন এবং তার বিষয়টি আলোচনায় আনেন। তবে তারেক সাঈদের পরিবারের কেউই গ্রামে থাকেন না। এমনকি বাড়িতে তাদের কোন বসত ঘরও নেই ।

রায়ের ব্যাপারে সাংবাদিকদের সাথে কোন মন্তব্য করতে রাজি হননি তারেক সাঈদের চাচা (বাবার মামাতো ভাই) মেজর (অবঃ) আবুল বাশার। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!