মুন্সীগঞ্জে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০৭:০৭ পিএম
মুন্সীগঞ্জে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

মুন্সীগঞ্জে আলুর আবাদ কৃষকদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জের ৬টি  উপজেলা। গোটা জনপদে এখন কীটনাশক ও পানি দিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।

এ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। তাই মুন্সীগঞ্জে এবার ৩৮ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। অন্যান্য বছর এ সময় মুন্সীগঞ্জ জেলার হাটবাজারগুলোতে আগাম আলু উঠে। কিন্তু এবার জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আগাম আলু চাষ ব্যাহত হয়। আলু উত্তোলন শুরু হবে তবে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আলু উত্তোলন শুরু হবে বলে আসা করছেন কৃষকরা।। ইতোমধ্যে বাজারে আগাম জাতের আলু পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সহকারী কৃষি কর্মকর্তা আল-মামুন জানান, মুন্সীগঞ্জ জেলায় এবার আলু রোপণ করা হয়েছে ৩৮ হাজার ৫শ’ পঞ্চাশ হেক্টর জমিতে। তিনি জানান, কীটনাশকের দাম কম থাকায় চাষিরা ভালোভাবে পরিচযার্য় করতে পারছে। তাবে সিরাজদিখান এলাকায় কিছু কিছু জমিতে আলু গাছে জটলা ধরেছে। তিনি বলেন, মার্চের প্রথম দিক থেকেই আলু উত্তোলন শুরু হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!