সানলাইট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০১:২২ পিএম
সানলাইট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর : দিনাজপুরের রানীরবন্দরে অবস্থিত সানলাইট স্কুলে আজ সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল নয়টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। অত্র স্কুলের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা গান, নাচ, আবৃতি ও অভিনয় দিয়ে উপস্থিত দর্শকদের মোহিত করে। 

এর মধ্যে নরেশ চাঁনড নামে এক ভারতীয় নাগরিক ফুল, পাখি তৈরির বিভিন্ন ডিজাইন প্রদর্শন করেন। কথা বলে জানা যায়, তার বাড়ী নিউ দিল্লীর বদরপুর এলাকার ৪৪ নং স্ট্রীটে। তিনি উপস্থিত সকল দর্শকদের জাদু প্রদর্শনীর মতো তাৎক্ষণিক বিভিন্ন ডিজাইন কেটে আনন্দ দেন। এরপর সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শেষ করেন। গানে অষ্টম শ্রেণীর অপ্সরা তাসনিম খুশবু,  দশম শ্রেণীর মোহনা ইসলাম, কবিতা আবৃতি এবং উপস্থাপনায় শিউলী, নৃত্বে  ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাত সেহরি আভা পুরস্কার লাভ করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনিসুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন নূরজামাল শাহ্ ফকির ও শাহাজান আলী।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!