সিলেটে জীবন বীমার চার কর্মকর্তা গ্রেপ্তার

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:৫৮ পিএম
সিলেটে জীবন বীমার চার কর্মকর্তা গ্রেপ্তার

সিলেট: ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জীবন বীমা কর্পোরেশনের চাকরিচ্যুত চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ ফেব্রুয়ারি) নগরীর বাগবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দুদকে ৪টি মামলা চলমান রয়েছে।

আটকরা হচ্ছে- জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার মো. গিয়াস উদ্দিন, সাবেক নিম্নমান সহকারী দিলোয়ার হোসেন, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মঞ্জু ও জুনিয়র কর্মকর্তা ফিরোজ আলম।

দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডল জানান, ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬শ’ ৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১১ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন জীবন বীমা কর্পোরেশনের সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার আসাদুজ্জামান। কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার নং-১০ (১১-০৭-১৬)। এর প্রেক্ষিতে বাগবাড়ী এলাকা থেকে গিয়াস, দিলোয়ার, ওয়াহিদ ও ফিরোজকে আটক করা হয়।

দুদক সিলেটের উপ-পরিচালক রেবা হালদার জানান, আটকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৪টি মামলা চলমান রয়েছে। তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী জানান, দুদকের পক্ষ থেকে ৪ জন আটকের বিষয়টি তাদেরকে অবহিত করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!