খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ কমিউনিস্ট পার্টির নেতা নিহত

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১১:২৬ এএম
খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ কমিউনিস্ট পার্টির নেতা নিহত

ঢাকা: খুলনায় পুলিশের সাথে কথিত `বন্দুকযুদ্ধে' জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন। জিয়ার বিরুদ্ধে থানায় ছয়টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে হরিণটানা থানার কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত জিয়া চরমপন্থি দলের নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এ ঘটনায় এসআই ফরিদ আহমেদ, কনস্টেবল আমিরুল ইসলাম ও বদরুল আলম আহত হয়েছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, একদল ডাকাত কৈয়া বাজার সংলগ্ন সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শুক্রবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জিয়াকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি রামদা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!