বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৪:০৫ পিএম
বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম জুলফিকার আলী (৪৫)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া বাসস্ট্যান্ড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার আলী পুঠিয়া উপজেলার এস.আর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সিংড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ওই স্কুলে দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছিলেন বলে জানিয়েছেন এস.আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী খাতুন।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। ওই স্কুল শিক্ষক মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই শিক্ষক জুলফিকার আলীর মৃত্যু হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!