জুতার গুদামে আগুন, দুই কোটি টাকার ক্ষতি

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৭, ০১:১৬ পিএম
জুতার গুদামে আগুন, দুই কোটি টাকার ক্ষতি

ময়মনসিংহ: জেলার ভালুকা বাজারের রায় মার্কেটের একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডে নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটে শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৪টার দিকে ভালুকা বাজারের রায় মার্কেটের দোতলায় হীরা সু স্টোর নামের একটি জুতার দোকানের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে নৈশপ্রহরী প্রথমে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এরপর ময়মনসিংহ, ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থেকে তিনটি ইউনিটসহ ৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয় তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দোকান মালিক  হীরা জানান, তার দোকানে নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল ছিল।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত করে জানা যাবে।    

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!