আনুষ্ঠানিক সমাপ্তির পথে ‘অপারেশন টোয়াইলাইট’

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ০১:০৩ পিএম
আনুষ্ঠানিক সমাপ্তির পথে ‘অপারেশন টোয়াইলাইট’

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আতিয়া মহল নামে একটি ভবনকে ঘিরে গত শনিবার থেকে শুরু হওয়া 'অপারেশন টোয়াইলাইট' নামের কমান্ডো অভিযান আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করে ভবনটিকে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হতে পারে, এমন ধারণা পাওয়া যাচ্ছে।

গতকালই সন্ধ্যাবেলাতেই সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, ভবনটির ভেতরে চারজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী। এরা ছাড়া ভেতরে আর কোনো জঙ্গি থাকার কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়।

গত কয়েকদিনের মতো মঙ্গলবার (২৮ মার্চ) সকালবেলায় সিলেবাসীকে মুহুর্মুহূ বোমা আর গুলির শব্দে দিন শুরু করতে হয়নি। যদিও সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, তাদের 'অপারেশন টোয়াইলাইট' অব্যাহত আছে।

সব জঙ্গি নিহত হবার পরও গতকাল অভিযান শেষ না হওয়ার পেছনে কারণ হিসেবে বলা হয়, ভবনটি বিস্ফোরকে ভরা, এটিকে এখনো পুরোপুরি নিরাপদ করা যায়নি।

কিন্তু সিলেট থেকে আমাদের সংবাদদাতা জানান, কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু ধারণা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, সেনাবাহিনী হয়তো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!