দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০২:২০ পিএম
দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সনাক ও দুপ্রকের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, সনাক সদস্য শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!