ভেজাল ওষুধ তৈরি করায় ওষুধ কোম্পানী সিলগালা

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৭, ০৩:৫২ পিএম
ভেজাল ওষুধ তৈরি করায় ওষুধ কোম্পানী সিলগালা

ময়মনসিংহ: জেলায় নিষিদ্ধ ও অনুমোদনবিহীন ভেজাল ওষুধ উৎপাদন করায় একটি ওষুধ প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কোম্পানীর চার শ্রমিককে আটক করে বিপুল পরিমান ভেজাল ওষুদ জব্দ করে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক শিল্প এলাকার ফাস্ট ফার্মাসিউটিক্যালস নামে এ ওষুধ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

পরে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল বিন করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এই ফাস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানীটি থেকে নিষিদ্ধ ও অনুমোদনবিহীন বিভিন্ন ওষুধ উৎপাদন করা হতো। যা মানবদেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অভিযান পরিচালনার সময় ড্রাগ সুপার শাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!