বাগেরহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৭, ০৩:১৪ পিএম
বাগেরহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশের প্রায় আট কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বারাকপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার মুক্ত বলেন, মহাসড়কে দূর্ঘটনা এড়াতে খুলনা-বাগেরহাট মহাসড়কের আট কিলোমিটার এলাকার রাস্তার দুপাশের অবৈধ দখলদারদের গড়ে তোলা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এসব স্থাপনা ভেঙে দেয়ার পর কেউ যদি আবারও এধরনের স্থাপনা গড়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশের ফাঁকা জমিতে অবৈধভাবে দোকান ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছিল। এদের কারনে অনেক সময় এই সড়কের চলাচলকারী যানবাহনে দুর্ঘটনা ঘটছে। একারণে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!