গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ১২:৪২ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: টাঙ্গাইলের কালিহাতীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিরাজগঞ্জের আমিরুল ইসলাম তালুকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর রাতে ঢাকার বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল মারা যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার কালিহাতীতে আত্মীয় বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম তালুকদার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত সোলাইমান তালুকদারের ছেলে।

নিহতের বেয়াই অ্যাডভোকেট লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতীতে তার বোন আমেনার বাড়ীতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমিরুলসহ দুইজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে আমিরুলের অবস্থার অবনতি তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল ইসলাম মারা যায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!