আ.লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ০৬:২৪ পিএম
আ.লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত উপজেলার লালপুর ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা জায়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী ছফিউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক-২ হানিফ মুন্সি দুভাগে বিভক্ত। ছফিউল্লাহ গ্রুপ গত ২১ এপ্রিল বিকেলে লালপুর ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন করে। এদিকে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে হানিফ মুন্সি গ্রুপও পাল্টা সম্মেলনের ডাক দেয়। এই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা দেখা দেয়। এজন্য উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন লালপুর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়ছার ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লালপুর ও এর আশপাশের এলাকায় এই ১৪৪ জারি ধারা অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!