অপহরণের দু’দিন পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ০৬:৫১ পিএম
অপহরণের দু’দিন পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলায় অপহরণের দু’দিন পর আব্দুল কাফি তোশা (৩) নামে এক শিশুর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়া ইউনিয়নের মুনিষগাঁও গ্রামে সিরাজ মাস্টারের বাড়ির উঠানে খড়ের গাদার উপরে শিশুটির গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

নিহত শিশু তোশা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়া ইউনিয়নের মুনিষগাঁও গ্রামের মো. মাসুদ রানার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির সামনের উঠান থেকে শিশু তোশা অপহৃত হয়। এরপর ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে অবাক ব্যাপার হলো, মুক্তিপণ চাওয়ার পর আর কোনো ফোন করেনি অপহরণকারীরা।

এরপরে আজ সকালে সিরাজ মাস্টারের বাড়ির উঠানে খড়ের গাদার উপরে শিশু তোশার গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।

রানীশংকৈল থানার ওসি মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দু’দিন যাবৎ শিশুটি নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও শিশু তোশার কোন হদিশ আমরা পাচ্ছিলাম না। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা সন্দেহভাজন হিসেবে স্থানীয় ৪ জন যুবককে আটক করেছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!