অবৈধভাবে বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ১০:০৭ এএম
অবৈধভাবে বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কালী নদী সংলগ্ন কুশলীবাসা এলাকায় এ অভিযান চালানো হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বর্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।

আদালতসুত্রে জানা যায়, কুমারখালী উপজেলায় কালি নদীতে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে কুশলীপাশা গ্রামের খন্দকার শুকুর আলীর ছেলে মো. সাচ্চু, মো. রেজাউল ও শালঘর মধুয়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. হাসান আলী আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. শাহীনুজ্জামান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!