খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • নিজস্ব প্রতিবেদক, খুলনা | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৭, ০৯:০৮ এএম
খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঢাকা: ডাকাতির প্রস্তুতিকালে খুলনা মহানগরীতে মুন্সি রাজু (২৭) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (২০ মে) ভোর সোয়া ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা যান।

নিহত ডাকাতের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণসহ ৫টি মামলা রয়েছে।

এর আগে শুক্রবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর খৃস্টানপাড়া বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন মুন্সি রাজু।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর খৃস্টানপাড়া বালুর মাঠ এলাকায় ১০/১২ জন ডাকাত সংগঠিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছেড়ে ডাকাত সদস্যরা।

এতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে ডাকাত মুন্সি রাজু গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত নগরীর পশ্চিম টুটপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!