মোরার ছোবলে প্রাণ গেলো ৭ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০১৭, ০৩:৪০ পিএম
মোরার ছোবলে প্রাণ গেলো ৭ জনের

ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার, রঙ্গামাটি ও ভোলায় শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০জন। ঝড়বাতাসে বিশ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি গাছপালা ভেঙে যানচলাচল বন্ধ স্থবির। সেই সাথে তার ছিঁড়ে চট্টগ্রামের ৫ জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গাছচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সায়রা খাতুন (৬৫) ও রহমত উল্লাহ (৫০)।

কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন জানান, সায়রা খাতুন চকরিয়ার সিকদার পাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী। রহমত উল্লাহ ধোলা হাজারা এলাকার বাসিন্দা।

জেলা শহরের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মরিয়ম বেগম (৫৫) নামে এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেলেও এর সত্যতা কেউ নিশ্চিত করেননি। 

এদিকে রাঙ্গামাটিতে ঝড়ে গাছচাপায় দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চত হওয়া যায়নি। এছাড়াও, ভোলার মনপুরা দ্বীপে একটি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!