রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলছে

  • নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০১৭, ১০:৪৭ এএম
রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলছে

রাজশাহী: জেলার তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়িটি থেকে নব্য জেএমবির ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া ৪ শিশুসহ ৯ জন আত্মসমর্পণ করেছে।

আজ সোমবার (১২ জুন) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

রোববার (১১ জুন) ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। এসময় নব্য জেএমবির ৩ সদস্য ইব্রাহিম, ইসরাফিল ও রবিউলকে আটক করে করে পুলিশ। বাড়ি থেকে ২টি সুইসাইড ভেস্ট, ৫ রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ভোরে বাড়ির ভেতরে থাকা ৪ শিশুসহ ৯ জন আত্মসমর্পণ করে।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে বর্তমানে আর কেউ না থাকলেও বিভিন্ন বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এজন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান চালানো হবে।

হেফাজতে নেয়া ব্যক্তিরা হলেন, ইসরাফিলের বাবা রমজান আলী (৫৫), মা আনোয়ারা বেগম (৫০), ইব্রাহিমের স্ত্রী মর্জিনা বেগম (৩০), ইব্রাহিম ও মর্জিনার তিন শিশু সন্তান তামান্না (১০), তাসকিরা (৪) ও তানসিরা (৬ মাস)। আরও আছেন রবিউলের স্ত্রী হাওয়া বেগম (২৩) ও তাদের তিন মাসের মেয়ে শিশু এবং ইসরাফিলের স্ত্রী। তাঁর নাম জানা যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!