ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ বন্ধ থাকবে

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১২:১২ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ বন্ধ থাকবে

গাজীপুর: ঈদে ঘরমুখী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ আজ মঙ্গলবার (২০ জুন) থেকে ঈদের পর তিনদিন পর্যন্ত বন্ধ থাকবে। সকালে দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে এক কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি মানুষের নির্বিঘ্ন চলাচলে সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়ার কথাও জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাঙামাটি ও বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ চলছে। কয়েকটি সড়ক হালকা যানবাহন চলাচেলের জন্য খুলে দেয়া হয়েছে।

মন্ত্রীর সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী টি এন নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!