অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৭, ০৬:২৭ পিএম
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নড়াইল: জেলার কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ইয়াছিন লস্কারকে (৪৪) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টার দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ইয়াছিনকে আটক করা হয়। বুধবার (১২ জুলাই) ওই ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।

ইয়াছিন ভারতের চব্বিশ পরগনা জেলার গঙ্গাচেরি এলাকার ইমান লস্কারের ছেলে।   

পুলিশ ও এলাকাবাসী জানান, গত তিনদিন ধরে ইয়াছিন লস্কার কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামসহ পাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে জানান। পরে পুলিশ মঙ্গলবার (১১ জুলাই) রাতে ইয়াছিনকে আটক করে।

এসময় পুলিশ তার কাছ থেকে ভারতীয় জাতীয় পরিচয়পত্র ছাড়াও প্যানকার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কার্ড জব্দ করেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ইয়াছিন লস্কারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!