শিমুলিয়া-কাঠালবাড়ি ঘাট

পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন

  • মঈনউদ্দিন সুমন, মুন্সিগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০১৭, ১০:০৯ এএম
পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে এক হাজার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকেই পদ্মার তীব্র স্রোতের কারণে এই নৌরুটে ব্যহত হচ্ছে ফেরি চলাচল।

এতে যানবাহনের দীর্ঘ লাইন এবং ফেরি চলাচল ব্যহত থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এই রুটে চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো, তাই পদ্মার তীব্র স্রোতের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেনা। তীব্র স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে ফেরিগুলো আটকে যাচ্ছে।

এদিকে নতুন চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে যেখানে দুই ঘন্টা সময় লাগতো এখন লাগছে চার ঘন্টা। এই রুটে ১৭টি ফেরি থাকলে ৮টি ফেরি স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে এই রুটে সতর্কতার ফেরি চলাচল করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!