পদ্মার পানি বেড়ে মুন্সীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

  • মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৭, ১২:৩৬ পিএম
পদ্মার পানি বেড়ে মুন্সীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

মুন্সীগঞ্জ: জেলার ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে জমির ফসল।

পানি বৃদ্ধির কারণে পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘুর্ণাবর্ত দেখা দিয়েছে। এতে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী গ্রামগুলো মানুষ।

এদিকে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন সুত্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বন্যা পরিস্থিতি আশংকাজনক নয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!