গ্রেপ্তার করতেই কেটে গেল ২৩ বছর

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৪:৪২ পিএম
গ্রেপ্তার করতেই কেটে গেল ২৩ বছর

ঢাকা: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকারি মালমাল আত্মসাৎ করার অভিযোগে ২৩ বছর আগে করা এক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নির্মল বিশ্বাসকে (৬৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। নির্মল বিশ্বাস আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

১৯৯৪ সালে সরকারি মালামাল আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা বলে জানিয়েছন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, নির্মল বিশ্বাসের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের দণ্ডবিধি ৪০৯ এর ৫(২) ধারায় মামলা রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!