মুন্সীগঞ্জে ৮ বাড়ি পদ্মায় বিলীন, পানিবন্দি ১০ হাজার পরিবার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ১১:২৫ এএম
মুন্সীগঞ্জে ৮ বাড়ি পদ্মায় বিলীন, পানিবন্দি ১০ হাজার পরিবার

মুন্সীগঞ্জ: জেলার নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার পানি ডুকতে শুরু করেছে। শুক্রবার রাত ৯টা থেকে শ্রীনগর ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত ৪৮ ঘণ্টায় এখানে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি বেড়েছে।

এছাড়া মাওয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এখানে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৯ সেন্টিমিটার।

জেলার শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা তীরবর্তী একাধিক গ্রামে পানি ঢুকতে শুরু করায় পানিবন্দি হয়ে পড়েছে ৩ উপজেলার ১০ হাজার পরিবার। বাড়িঘরের পাশাপাশি রাস্তাঘাটও ডুবে যেতে শুরু করেছে।

এদিকে টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হাইয়েরপাড়া এলাকায় নদী ভাঙনে ৮টি বাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শতাধিক বাড়িঘর ও মসজিদ।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার ইউএনওদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!