নেত্রকোনায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৭, ০২:৪১ পিএম
নেত্রকোনায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা: জেলার কিশোরী পান্না আক্তারকে গণধর্ষণ ও পরে আত্মহত্যায় প্ররোচণায় দায়ের করা মামলার প্রধান আসামি মামুন আকন্দকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন সদরের ঠাকুরাকোণা ইউনিয়নের গফুর আকন্দের ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণায় দায়ের করা মামলাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় মামলা দায়েরের একদিনের মধ্যে মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। এ মামলায় আরো আসামি রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

গতকাল সোমবার দুপুরে সদরের ঠাকুরাকোণা গ্রামে রিকশাচালক চাঁন মিয়ার মেয়ে কিশোরী পান্না আক্তারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!