খাগড়াছড়িতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

  • খাগড়াছড়ি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১০:৪১ এএম
খাগড়াছড়িতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

খাগড়াছড়ি: জেলার পানছড়ি থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পায়ং কার্বারী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বালাতি ত্রিপুরা (৫৫) পায়ং কার্বারী পাড়া এলাকার বাসিন্দা চন্দ্র বিশু ত্রিপুরার স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে ওই বৃদ্ধা বাসায় না ফেরার কারণে বাবা ও ছেলে তাকে খুজতে বের হন। এক পর্যায়ে উল্টাছড়ি ইউনিয়নের পায়ং কার্বারী পাড়া এলাকার একটি জঙ্গলের নির্জন স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে পানছড়ি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!