পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার রওনা দিয়েছে জাজিরা প্রান্তে

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৩:৩১ পিএম
পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার রওনা দিয়েছে জাজিরা প্রান্তে

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে পিলারের উপর স্থাপনের লক্ষ্যে রওনা হয়েছে সুপার স্ট্রাকচার। জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নং পিলারের উপর বসবে ৩ হাজার ২০০ টন ক্ষমতার সুপার স্ট্রাকচার (স্প্যান)। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভাসমান ক্রেন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুপার স্ট্রাকচারটি।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা যায়, ভাসমান ক্রেন দিয়ে সুপার স্ট্রাকচার মাওয়া সার্ভিস এরিয়া থেকে জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে ৩ হাজার ২০০ টন ক্ষমতার সুপার স্ট্রাকচার। জাজিরার প্রান্তের ৩৭ ও ৩৮ নং পিলারের উপর স্থাপন করা হবে সুপার স্ট্রাকচার। এতে করে দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো। এই মাসের শেষের দিকে ৩৭ ও ৩৮তম পিলারের ওপর স্থাপন হবে সুপার স্ট্রাকচার বা স্প্যান বলে আশাবাদী পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকৌশলীরা।

এদিকে, গত সপ্তাহে সুপার স্ট্রাকচারটিকে ধূসর বর্ণে বর্ণিত করা হয়েছে। পিলারের উপর স্থাপনের মাধ্যমেই জাজিরা প্রান্তে দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!